বাড়ির ল্যান্ডলাইনে অভিনেত্রী রাইমা সেনকে হুমকি দেওয়া হচ্ছে। এই মুহূর্তে রাইমা মুম্বাইয়ে রয়েছেন। ‘হুমকি’র বিষয়টি স্বীকার করে ভারতীয় গণমাধ্যমে রাইমা বলেন, ‘আমি অবাক! এ রকমও যে হতে পারে আমার কোনো ধারণাই ছিল না। হিন্দি ও বাংলা ভাষায় রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে।’ রাইমার ভাষ্য, যে ভাষায় হুমকি দেওয়া হচ্ছে, তা মুখে প্রকাশ করার অযোগ্য। কিন্তু কেন হুমকি দেওয়া হচ্ছে?
জানা গেছে, ‘মা কালী’ নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন রাইমা সেন। ছবির প্রেক্ষাপট ১৯৪৬ সালের ১৬ আগস্টের সাম্প্রদায়িক দাঙ্গা। ইতিহাসে ‘১৯৪৬ ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত। সম্প্রতি ছবির একাধিক পোস্টার প্রকাশ্যে এসেছে। তার পর থেকেই অভিনেত্রীর কলকাতার বাড়ির ল্যান্ডলাইন ফোনে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি ফোন করে অভিনেত্রীকে হুমকি দিচ্ছেন।
রাইমা বলেন, ছবি না দেখে আগে থেকে কোনো কিছু অনুমান করে নেওয়া উচিত নয়। শিল্পীর কাজ যেকোনো চরিত্রে সাবলীল অভিনয় করা। ভালো চরিত্র দেখেই ছবিটা করতে রাজি হই। এখন অহেতুক বিষয়টা জটিলতার দিকে বাঁক নিচ্ছে।’
‘গত বছর ‘ভ্যাকসিন ওয়ার’ ছবিরও ট্রেলার দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছু লেখা হয়েছিল। কিন্তু তার পর ছবিটা দেখে সবাই চুপ করে যান। কিন্তু এবার বাড়িতে ফোন করে হুমকি! সত্যি বলছি, আমার ক্যারিয়ারে এই প্রথম।’