মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট (এমবিবিপি) ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। আগ্রহী নারীরা www.missbangladesh.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, যা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
১৮ থেকে ২৭ বছর বয়সের অবিবাহিত নারীরা, উচ্চতা, ওজন, বা গায়ের রঙের কোনো শর্ত ছাড়াই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস মেঘনা আলম, ড. তাসীন আফরীন ডায়ানা, মিস তাহরিন জেরিনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সাংস্কৃতিক ভাবমূর্তি বিশ্বমঞ্চে উপস্থাপন এবং বিনোদন শিল্পকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করা। এতে থেকে ১০ জন যোগ্য নারীকে গ্লোবাল গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে নির্বাচিত করা হবে, যারা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
বিজয়ী প্রতিযোগী ‘মিস বাংলাদেশ–আর্থ’ উপাধি লাভ করবেন এবং তিনি ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নেবেন। শীর্ষ ১০ প্রতিযোগীকে পাঠানো হবে ভারতের মিস এশিয়া, কম্বোডিয়ার মিস গ্লোবালসহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায়।
অডিশন অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর ২০২৪, এবং গ্র্যান্ড ফিনালে ৪ অক্টোবর ২০২৪ লে মেরিডিয়েন ঢাকায়। শীর্ষ ২০ প্রতিযোগী পাবলিক স্পিকিং এবং উপস্থাপনা দক্ষতার প্রশিক্ষণ পাবেন।