বিয়ের পরই সত্যিকারের জীবন উপভোগ করছেন মাধুরী

আইফার মঞ্চে নারীর ভ্রমণ’ শীর্ষক আলাপচারিতায় মাধুরী জানালেন, বিয়ের পর তিনি প্রকৃত জীবন উপভোগ করছেন।

Admin@CB
2 Min Read

গত সপ্তাহে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে আইফার ২৫তম বার্ষিকী। এবারের আয়োজনে জয়পুর ছিল মঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের প্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং অস্কারজয়ী প্রযোজক গুণিত মোঙ্গা। ‘আইফার মঞ্চে নারীর ভ্রমণ’ শীর্ষক আলাপচারিতায় মাধুরী জানালেন, বিয়ের পর তিনি প্রকৃত জীবন উপভোগ করছেন।

তিনি বলেন, ‘‘বিয়ের আগে আমি প্রচুর কাজ করতাম, তিন শিফটে কাজ করতাম। তবে এখন আমি আমার স্বামী এবং সন্তানদের সঙ্গে যেই জীবন কাটাচ্ছি, সেটা সত্যিই স্বপ্নের মতো। আমি আবার রুপালি পর্দায় ফিরেছি, কারণ এই ছিল আমার স্বপ্ন।’’

অনুষ্ঠানে নারীকেন্দ্রিক ছবির বিষয়ও উঠে আসে। মাধুরী বলেন, ‘‘এক সময় ছিল, যখন পুরো সেটে আমি, আমার সহকারী এবং এক-দুজন নারী ছাড়া কেউ থাকতেন না। কিন্তু এখন সেটে অনেক নারী কাজ করছেন। তারা নানা ধরনের কাজ করছেন।’’ তিনি আরও বলেন, ‘‘আমি একসময় ‘বেটা’, ‘মৃত্যুদণ্ড’ এর মতো নারীকেন্দ্রিক ছবিতে কাজ করেছি। তখন অনেকেই বলেছিলেন, ‘মৃত্যুদণ্ড’ ছবিতে কেন কাজ করছি? তাদের মতে, শুধু বাণিজ্যিক ছবি করা উচিত ছিল। কিন্তু আমি ‘মৃত্যুদণ্ড’ ছবিটি করেছি, কারণ সেখানে নারীশক্তির কথা বলা হয়েছিল। এখন আনন্দ হয় এমন সব ছবির কথা দেখে, যেখানে নারীরা কেন্দ্রবিন্দু। তবে এই পরিবর্তন একদিনে আসেনি, এর পেছনে অনেক ছবি এবং দীর্ঘসময় ধরে কাজ করা অভিনেত্রীর অবদান রয়েছে।’’

বলিউডে নারী-পুরুষের সমতার প্রসঙ্গে মাধুরী বলেন, ‘‘মেয়েদের বারবার নিজেদের প্রমাণ করতে হয়, যে আমরা সমান। আমাদের বোঝাতে হবে, আমরা দর্শক টানতে পারি। এই অসমতা এখনও রয়ে গেছে এবং এর জন্য আমাদের প্রতিদিন কাজ করতে হবে।’’

- Advertisement -

আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় পারফরম্যান্স ছিল শাহরুখ খান ও মাধুরী দীক্ষিতের নাচ। ‘দিল তো পাগল হ্যায়’ গানের সঙ্গে তাদের নাচ ছিল দর্শকদের জন্য নস্টালজিক এক অভিজ্ঞতা।

মাধুরী দীক্ষিতকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে, যা পরিচালনা করেছেন আনিস বাজমী। ছবিটি বক্স অফিসে দারুণ সফলতা অর্জন করেছে।

Share This Article