2.6 C
New York

“তরুণ মডেল সাদিকা রহমান মেঘলার অপ্রত্যাশিত মৃত্যু: ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ”

Published:

তরুণ মডেল সাদিকা রহমান মেঘলার অপ্রত্যাশিত মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। মেঘলার ছোট বোন রুখসানা এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘দুই দিন আগে ঢাকা থেকে আপু গ্রামের বাড়ি বেড়াতে এসেছিল। রাতে ঘুমানোর আগে পায়ে অস্বস্তি অনুভব করছিল। তখন আমি তার পায়ে তেল মালিশ করে দিই। হঠাৎ রাতে ঘুম ভেঙে ওর শরীর ঠাণ্ডা লাগে, এবং তখনই সবাইকে ডাকতে থাকি। পরে নিশ্চিত হই যে আপু চলে গেছে। শুক্রবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।’

মেঘলা ঢাকা এসেছিলেন রূপালী পর্দায় ক্যারিয়ার গড়তে এবং রাজধানীর শ্যামলীতে বাস করতেন। কিছু সিনেমায় নাম লেখালেও, তার ক্যারিয়ার শুরু হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে গেল।

Related articles

spot_img

Recent articles

spot_img