রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪

এবারের কান উৎসবে উদ্বোধনী সিনেমা ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’

এবারের ৭৭তম কান উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে কোয়েন্টিন ডুপিউ পরিচালিত ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’। এতে অভিনয় করেছেন বন্ডকন্যা লেয়া সেদ্যু। কমেডি এই ছবিতে তার সহশিল্পী ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডোন, লুই গারেল,রাফায়েল কুয়েনার্ড। লেয়া সেদ্যু জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজের সর্বশেষ দুই ছবি ‘স্পেক্টর’ ও ‘নো টাইম টু ডাই’তে দেখা গেছে তাকে। 

আগামী ১৪ মে প্রতিযোগিতার বাইরে ‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে থাকছে প্রদর্শনী। একই দিন ফ্রান্সের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কমেডি ছবিটি।

কোয়ান্তাঁ দ্যুপিয়ো একাধারে চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও সংগীতশিল্পী। ১৭ বছরের ক্যারিয়ারে ১৩টি পূর্ণদৈর্ঘ্য ছবি পরিচালনা করেছেন তিনি। 

বন্ডকন্যা লেয়া সেদ্যু

‘দ্য সেকেন্ড অ্যাক্ট’ কোয়ান্তাঁ দ্যুপিয়োর একটি ফ্র্যাঞ্চাইজের চতুর্থ পর্ব। আগের তিনটি কিস্তি ছিল ‘ম্যান্ডিবলস’, ‘স্মোকিং কজেস কফিং’ ও ‘ইয়ানিক’। এরমধ্যে ২০২২ সালে কানের অফিসিয়াল সিলেকশনে প্রতিযোগিতার বাইরে দেখানো হয় ‘স্মোকিং কজেস কফিং’।

‘দ্য সেকেন্ড অ্যাক্ট’-এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ১৬ মিনিট। সিনেমাটির গল্পে দেখা যাবে, বাবার সঙ্গে ডেভিডকে পরিচয় করিয়ে দিতে চায় ফ্লোরেন্স। ডেভিডকে সে ভীষণ ভালোবাসে। কিন্তু ফ্লোরেন্সের প্রতি অত আকর্ষণ নেই ডেভিডের। মেয়েটিকে বন্ধু উইলির দিকে ঠেলে দিতে চায় সে। একদিন চারটি চরিত্র একটি রেস্তোরাঁয় সাক্ষাৎ করে।

আগামী ১৪ মে এবারের কান উৎসবের পর্দা উঠবে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁন। এবারের জুরি প্রেসিডেন্ট থাকছেন ‘বার্বি’ সিনেমার পরিচালক গ্রেটা গারউইগ। ফ্রান্স টেলিভিশনস এবং ব্রুট সরাসরি সম্প্রচার করবে উদ্বোধনী আয়োজন। 

অফিসিয়াল সিলেকশনে প্রতিযোগিতার বাইরে এর আগে ‘ফিউরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’ সিনেমার নাম ঘোষণা করা হয়। এটি হলো ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর প্রিক্যুয়েল। আগেরটির মতো এই ছবিও পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ার জর্জ মিলার। তার সঙ্গে তিন অভিনয়শিল্পী আনিয়া টেলর-জয়, ক্রিস হেমসওয়ার্থ ও টম বার্ক কানসৈকতে হাজির হবেন। পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আগামী ১৫ মে ছবিটির জমকালো উদ্বোধনী প্রদর্শনী রয়েছে।

আগামী ১১ এপ্রিল ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সংবাদ সম্মেলনে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হবে। এতে অংশ নেবেন উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোঁ ও কানের সভাপতি ইরিস নোব্লোক। এবারের আসরে আঁ সাঁর্তে রিগা বিভাগে প্রধান বিচারক থাকবেন কানাডিয়ান পরিচালক-অভিনেতা হাভিয়ার  কান উৎসব চলবে ২৫ মে পর্যন্ত।